| ২২ জুন ২০২১ | ৬:৪৬ অপরাহ্ণ
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৩ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ৫১৩ টাকার একটি দাবি নিষ্পত্তি করেছে।
দুর্ঘটনাজনিত আগুনের কারণে সারাহ কম্পোজিট মিলের কারখানায় ক্ষয়ক্ষতির বিপরীতে এই বীমা দাবি প্রদান করে কোম্পানিটি।
গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ মূল্যায়ন এবং গ্রাহকের সম্পত্তির ক্ষতির পর্যালোচনা করে সারা কম্পোজিট মিলস লিমিটেডকে ২৩,৬৪,৫০,৫১৩ টাকার বীমা দাবি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মঈনউদ্দীন আহমেদ সারাহ কম্পোজিট মিলস লিমিটেডের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার, জনাব সেলিমের হাতে উপরোক্ত বীমা দাবির চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মো. আনিসুর রহমান (ডিএমডি ও হেড অফ ক্লেইম্স), সৈয়দ ফরহাদ আব্বাস (ডিএমডি ও হেড অফ রিইন্স্যুরেন্স), সৈয়দ আলীউল আহব (ফিনান্সিয়াল কন্ট্রোলার) এবং সারাহ কম্পোজিট মিলস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy