নিজস্ব প্রতিবেদক | ০৭ অক্টোবর ২০২১ | ১০:১৭ পূর্বাহ্ণ
৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা, যা গত বছর একই সময় ছিল ১৬ পয়সা।
এদিকে, প্রথম ৩ প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর‘২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৭ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৫৯ পয়সা।
জানুয়ারি-সেপ্টেম্বর‘২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ এক টাকা ৪৫ পয়সা ছিল।
জানুয়ারি-সেপ্টেম্বর‘২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৮ টাকা ১১ পয়সা।
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan