• অজিত দত্ত ছিলেন বাংলার প্রথিতযশা কবি সাংবাদিক ও অধ্যাপক

    বিবিএনিউজ.নেট | ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

    অজিত দত্ত ছিলেন বাংলার প্রথিতযশা কবি সাংবাদিক ও অধ্যাপক
    apps

    অজিত দত্ত। তিনি ছিলেন একাধারে কবি, সম্পাদক এবং অধ্যাপক ৷ অজিত দত্ত ১৯০৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে (বর্তমান মুন্সিগঞ্জ জেলা) এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়সে তার পিতা অতুলকুমার দত্ত মারা যান। পিতামহ চন্দ্র কুমারের কাছে মানুষ হন ৷ তার মা হেমনলিনী দেবী ছিলেন সাহিত্য অনুরাগী।

    ১৯২৪ সালে ঢাকার কিশোরীলাল জুবিলী স্কুল থেকে অজিত দত্ত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং জগন্নাথ কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক পাস করে ১৯২৬ সালে তিনি কলকাতা চলে যান এবং বিদ্যাসাগর কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার বড় ভাই মারা গেলে ঢাকায় ফিরে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগে ভর্তি হন। অজিত দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে বি.এ এবং ১৯৩০ সালে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

    Progoti-Insurance-AAA.jpg

    এরপর অজিত দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অস্থায়ী পদে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। কিছুদিন পরেই তিনি কলকাতায় রিপন স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৩৪ সালে স্কুল ছেড়ে তিনি রিপন কলেজে যোগদান করেন। ১৯৩৬ সালে রিপন কলেজ ছেড়ে দিয়ে ইন্ডিয়ান টি মার্কেট এক্সপানশন বোর্ডে এসিস্ট্যান্ট পাবলিসিটি অফিসার পদে যোগ দেন এবং সেখানে তিনি ১০ বছর চাকরি করেন। ক্যালকাটা ন্যাশনাল ব্যাঙ্কে পাবলিসিটি অফিসারের কাজ করেন ৷ এরপর চন্দননগর কলেজ , বারাসাত কলেজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন ৷ ১৯৫৬ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন ৷ ১৯৭১ সালে বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন ৷ ১৯৩৩ সালে উমা রায়ের সঙ্গে বিয়ে হয় ৷ তাঁদের কন্যা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত ৷ অজিত দত্ত মাছ ধরতে ভালোবাসতেন ৷ তাস এবং দাবা খেলার নেশা ছিল তার ৷

    তিনি বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতি পত্রিকা সম্পাদনা করেন ৷ পরে কল্লোল-এ যোগ দেন ৷ কল্লোল পত্রিকায় নিয়মিত লিখতেন ৷ ১৯৩০ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্হ ‘কুসুমের মাস’ ৷ দেশ পত্রিকায় রৈবতক ছদ্মনামে ধারাবাহিকভাবে তার ‘মন পবনের নাও’ প্রকাশিত হয়। কবিতা পত্রিকা প্রকাশে অজিত দত্তর উল্লেখযোগ্য ভূমিকা ছিল ৷ তিনি ১৯৪৬ সালে দিগন্ত পত্রিকা প্রকাশ করেন ৷ পরে প্রতিষ্ঠা করেন দিগন্ত পাবলিশার্স ৷


    অজিত দত্ত সমসাময়িক বাংলা কবিতা, ছন্দ, রবীন্দ্র বিষয়ক ভাবনা, বিভিন্ন কবি সাহিত্যিকের রচনার মূল্যায়ন, শিল্প-সাহিত্য ভাবনা সম্পর্কে প্রায় ৫০টি প্রবন্ধ লিখেছেন ৷ রোমান্টিক কিন্তু মৌলিক কবি হিসেবে তিনি খ্যাতিলাভ করেন ৷ উপমা, অলঙ্কার মুক্ত তার কবিতা ধ্বনি ও ব্যঞ্জনার আবেশে মুগ্ধ করে ৷ তিনি বেশ কিছু সনেট রচনা করেছেন ৷ তাঁর কাব্যগ্রন্হ- কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছায়ার আলপনা, আলপনা ও সাদা মেঘ কালো পাহাড় ৷ প্রবন্ধ- জনান্তিকে, মন পবনের নাও, বাংলা সাহিত্যে হাস্যরস, সরস প্রবন্ধ ৷ শেষদিকে চোখ খারাপ হয়ে যাওয়ায় তিনি শুধু নিজের কবিতা আবৃত্তি করতেন ৷
    ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর অজিত দত্ত পরলোকগমন করেন ৷

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি