• অতীতের চেয়ে খুব ভালো অবস্থানে দেশের পুঁজিবাজার : বিএসইসি চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক | ১৬ অগাস্ট ২০২১ | ১০:২৮ এএম

    অতীতের চেয়ে খুব ভালো অবস্থানে দেশের পুঁজিবাজার : বিএসইসি চেয়ারম্যান
    apps

    অতীতের চেয়ে খুব ভালো অবস্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। বাজার মুলধন ৩ লাখ কোটি টাকা থেকে ৫ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে। অনেকে এই বাজারকে ওভার-ভ্যালুড বলে মনে করছেন, যা সঠিক নয়। পুঁজিবাজার আরও অনেক দূর যাবে বলে জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল ইসলাম।

    রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, দেশ স্বাধীন না হলে আজ এত সুন্দর পুঁজিবাজার উপহার দিতে পারতাম না, স্বাধীনভাবে বাজারকে এগিয়ে নিতে পারতাম না। পুঁজিাবাজর সংশ্লিষ্ট সকলেই সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ একযোগে করছে। বাজারকে আরও এগিয়ে নিতে সকলের সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ হলো দেশের অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়া। আসুন আমরা অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়ে ভালো পুঁজিবাজার উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।


    আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুল হালিম।

    এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউশনের (বিআইসিএম) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার প্রমুখ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:২৮ এএম | সোমবার, ১৬ অগাস্ট ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    November 2023
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি