বিবিএনিউজ.কম | ১৪ মার্চ ২০২০ | ১:৫৪ অপরাহ্ণ
পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপিকা এবং ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার বার্তা সম্পাদক কামারুন নাহার মুকুলের বড়বোন ‘বকুল আপা’ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি আজ শনিবার সকালে ইহজগতের মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি প্রায় তিন মাস ধরে ডেমেনসিয়া রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি তাঁর অনুজ ভাই-বোন, আত্মীয়-স্বজন, অসংখ্য শিক্ষার্থীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা শেষে কাউখালীতে দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হবে।
বাংলাদেশ সময়: ১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed