
বিবিএনিউজ.নেট | শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 657 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে ৪০০ কোটি টাকা। গত ১৩ মার্চ কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করা হবে জানানো হয়। কিন্তু পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ১৫’শ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়।
ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর অনুমোদিত মূলধন বাড়ানো হবে।
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির পরিচালকদের কাছে ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed