
বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 587 বার পঠিত
স্থিতিশীল ব্যাবসায়িক ব্যয়ের কারণে জাপান আপাতদৃষ্টিতে অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠলেও কারখানা উৎপাদন ও রপ্তানি কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি নীতিগত সিদ্ধান্তের অভাবে দেশটি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার সফল না হলে সে আশঙ্কা আরো জোরালো হবে।
বিশ্লেষকরা বলছেন, যদি দেশের জিডিপি প্রবৃদ্ধি মন্থর হয় তবে প্রধানমন্ত্রী সিনজো আবে প্রস্তাবিত বিক্রয় কর বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করতে পারেন কিংবা রাজস্ব ব্যয় কিছুটা বাড়াতে পারেন। আগামী অক্টোবরে দেশটির বিক্রয় কর বৃদ্ধির কথা রয়েছে। যদিও অনেকে বলছেন, প্রবৃদ্ধি জোরালো করতে কেন্দ্রীয় ব্যাংকের এখনো অনেক কিছু করার আছে।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, চীনসহ ইউরোপীয় দেশগুলোর প্রবৃদ্ধি মন্থর হলে জাপানের রপ্তানি বাধাগ্রস্ত হবে। সে ক্ষেত্রে পরিস্থিতি উত্তরণ করা দেশটির পক্ষে সম্ভব হবে না। নরিনচুকিন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ তাকেশি মিনামি বলেন, জাপান মন্দায় পড়বে তার আশঙ্কা রয়েছে ৭০ শতাংশ। তাই অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী আবে সম্ভবত বিক্রয় কর বৃদ্ধি বিলম্বিত করবেন।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের কারণে গত জানুয়ারিতে কারখানা উৎপাদন ও রপ্তানি কমেছে। ফলে তিন বছরের মধ্যে প্রথম গত মার্চ মাসে জাপান সরকার অর্থনৈতিক মূল্যায়ন কমিয়েছে। কিন্তু সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো বৈশ্বিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ার আশঙ্কায় ভুগছে। তাহলে অনেক প্রতিষ্ঠানই বিনিয়োগ না করে অপেক্ষা করবে, যা জাপানের অর্থনীতিতে বিপদ ডেকে আনবে। রয়টার্স।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed