বিবিএনিউজ.নেট | ০৯ অক্টোবর ২০১৯ | ২:১৬ অপরাহ্ণ
অসুস্থবোধ করায় ক্যাসিনোকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে তাকে হাসপাতালটিতে আনা হয়।
এর আগে সকালে সম্রাটকে কারাগার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পরীক্ষা নিরীক্ষার পর তাকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদ জানান, কারাগারে অসুস্থবোধ করায় সকালে সম্রাটকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান কারারক্ষীরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে হৃদরোগ বিভাগে রেফার করেছেন। এরপর সম্রাটকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা নীরিক্ষা চলছে।
আরো পড়ুন : সম্রাটের হার্টে প্রতিস্থাপিত ভাল্বে সমস্যা
ক্যাসিনোকাণ্ডের ঘটনায় গত রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে তার এক সহযোগীসহ গ্রেফতার করে র্যাব। মদ্যপ অবস্থায় পেয়ে গ্রেফতারের সময়ই সম্রাটের সহযোগী আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকেও একই মেয়াদে সাজা দেওয়া হয়।
এরপর সম্রাটকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আর কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয় আরমানকে।
বাংলাদেশ সময়: ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed