| রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
আজ ২৬ আগস্ট সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের অস্বাভাবিক উঠানামার কারণে লেনদেন নিয়ে দোটানায় বিনিয়োগকারীরা। যে কারণে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০০.৫৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২০.৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.১২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৯২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৯৯.৯১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২১৯.০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯০.৫৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫১ টির, কমেছিল ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা।
Posted ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan