বিবিএনিউজ.নেট | ৩১ ডিসেম্বর ২০১৯ | ৩:১২ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশসহ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত করে কর্তৃপক্ষ।
২০১৮-২০১৯ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২২ টাকা ২৮ পয়াসা।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এসএম সাইফুর রহমান, পরিচালক মোহাম্মদ আফজাল, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed