নিজস্ব প্রতিবেদক | ১৬ মার্চ ২০২৩ | ৩:১৮ অপরাহ্ণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন করে প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটিকে ‘এ১’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা ও ৯৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা।
বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৮ কোটি ২১ লাখ টাকা।
কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৫ পয়সা।
আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
বাংলাদেশ সময়: ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan