নিজস্ব প্রতিবেদক | ১৮ নভেম্বর ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ
ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। আইওআরবিএফ, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ব্যবসায়িক প্রতিনিধিদের প্রধান সংস্থা, যা সদস্য রাষ্ট্রগুলোর জন্য প্রকল্প সুপারিশ এবং নীতি প্রণয়নে সহায়তা করে। ১৯৯৭ সালে আইওআরএ প্রতিষ্ঠার পর প্রথমবারের ২০২১-২৩ সালের সভাপতি নির্বাচন করা হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যম) অনুষ্ঠিত হয় সংগঠনটির ২৩তম জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটি এবং সংশ্লিষ্টদের বৈঠক। এছাড়া আজ রাজধানীতে মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ২৩টি দেশের ১২ জন মন্ত্রী এবং নয়টি ডায়ালগ পার্টনারসহ ৮০টিরও বেশি প্রতিনিধি যোগ দেবেন।
বাংলাদেশ সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy