| বুধবার, ২৯ জুন ২০২২ | প্রিন্ট | 144 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সাথে আগামীকাল বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশন ও ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম সভাপতির নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশ নিবেন।
এদিন বেলা সাড়ে ১১ টায় আইডিআরএ‘র প্রধান কার্যালয়ের সভা কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় আইডিআরএ’র সদস্য, নির্বাহী পরিচালক এবং পরিচালকগণ উপস্থিত থাকবেন।
বুধবার (২৯ জুন) আইডিআরএ’র পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. শাহ্ আলম স্বাক্ষরিত পৃথক আমন্ত্রণ পত্রে ‘ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’র সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান এবং ‘ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম’ সভাপতি মো. গোলাম মওলার নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Posted ৮:২২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
bankbimaarthonity.com | rina sristy