সোমবার ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইডিআরএ’র ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত

আইডিআরএ’র ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বীমা কোম্পানি

বীমা খাতে অসম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিদ্যমান ব্যয় সীমা মানতে পারেনি অনেক বীমা কোম্পানি। প্রস্তাবিত ব্যয়সীমা কার্যকর হলে আরও বিপাকে পড়বে এসব কোম্পানি। তাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নতুন ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বীমা কোম্পানি।

এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, দেশের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। আমদানি রপ্তানি কম। ঋণপত্র খোলা নিম্নগামী। তাই অনেক কোম্পাানির ব্যবসা লাটে উঠেছে। বর্তমান বেতন কাঠামোতে জীবন যাপনের ব্যয় নির্বাহ করা কষ্টকর। এখন ব্যবস্থাপনা ব্যয় কমালে কর্মীরা ক্ষতিগ্রস্থ হবে। তাদের কর্মস্পৃহা কমবে। উৎসাহ হ্রাস পাবে।
তারা আরও জানিয়েছেন, দিন দিন খরচের খাত বাড়ছে। আইডিআরএ নানা রকম ফি আরোপ করছে। খরচের সীমা পালনে যারা ব্যর্থ হয়েছে আইডিআরএ তাদের বারবার সতর্ক করেছে। এ অবস্থায় আরও ব্যয় সংকোচন বীমা খাতের বিকাশকে অনেক বাধাগ্রস্ত করবে।

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কিশোর বিশ্বাস বলেছেন, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। এ অবস্থায় ব্যবসা করা অনেক কঠিন। বর্তমান ব্যয়সীমা তিন চার বছর আগে নির্ধারণ করা হয়েছে। সে সীমা অনেকে মানতে পারেনি। সংকোচিত সীমা পালন অনেকের জন্য আরও কষ্টকর হবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়শনের নির্বাহী কমিটির সভা হয়েছে। সেখানে আমরা আগের ব্যয়সীমা বহাল রাখার অনুরোধ জানিয়েছি।

এ প্রসঙ্গে কথা বলেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। তিনি বলেন, আগের ব্যয়সীমা অনেক কোম্পানি পালন করতে পারছে না। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম আইডিআরএ’র ব্যয় সংকোচন নীতির সঙ্গে দ্বিমত পোষণ করেছে। প্রতিযোগিতামূলক বাজারে ব্যয় হ্রাস পেলে বীমা খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই আগের সীমা বহাল রাখার দাবি জানান তিনি।

জনতা ইন্স্যুরেন্সের মুখ্য নিবাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকও আইডিআরএ’র সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তিনি জানান, ব্যবস্থাপনা ব্যয়ের বর্তমান সীমা অনেকে পালন করতে পারেনি। এজন্য আইডিআরএ তাদের সতর্ক করেছে। যদি এই ব্যয় আরও কমানো হয় তাহলে এতদিন যারা অনেক চেষ্টায় নিয়ম মেনে আসছিল তারাও বিপদে পড়বে।
তবে আইডিআরএ’র সিদ্ধান্তে একমত পোষণ করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলম খান মনে করেন ব্যবস্থাপনা ব্যয় কমাতে আইডিআরএ’র সিদ্ধান্ত সঠিক। ব্যয় কমানো যদিও অনেক কঠিন তবুও ব্যয় কমাতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে অনেক কোম্পানি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। ব্যয় না কমালে বীমা কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করা যাবে না।

বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে ‘বীমাকারীর রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে ব্যবস্থাপনা ব্যয় হ্রাস, সমস্যাগ্রস্ত বীমা কোম্পানিকে দেউলিয়া ঘোষণা এবং প্রয়োজনে পরিচালকদের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে দাবি নিষ্পত্তির ক্ষমতা দেয়া হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে।
অধ্যাদেশটিতে বলা হয়েছে, বীমাকারীর মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অন্য যেকোনো ঝুঁকির সময়োপযোগী সমাধান, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং উহার সহিত সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়ে বীমাকারীর রেজুলেশন সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়।

খসড়া প্রস্তাবে বিভিন্ন নীতির ধরন ও মেয়াদ অনুযায়ী ব্যবস্থাপনা খরচে বড় পরিবর্তন আনা হয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, বার্ষিক প্রিমিয়াম ভিত্তিক নীতিতে প্রথম বছরের ব্যবস্থাপনা খরচ ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হবে। কিস্তি ভিত্তিক নীতিতে তা ১০ শতাংশ থেকে নামিয়ে ৭ শতাংশ করা হবে। গ্রুপ বীমায় বার্ষিক সংগৃহীত প্রিমিয়ামের ওপর ব্যবস্থাপনা খরচ ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হবে। এক থেকে পাঁচ বছরের নীতিতে প্রথম বছরে খরচ ৯৫ শতাংশ থেকে ৮৫ শতাংশ এবং নবায়নে ২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হবে। ছয় থেকে দশ বছরের নীতিতে প্রথম বছরের খরচ ৯৪ শতাংশ থেকে ৮৪ শতাংশ এবং নবায়নে ২২ শতাংশ থেকে ১৭ শতাংশে নামিয়ে আনা হবে। আর দশ বছর বা তার বেশি মেয়াদি নীতিতে প্রিমিয়ামভেদে প্রথম বছরের খরচ ধাপে ধাপে ৯৫ শতাংশ থেকে কমে আসবে ৮২ থেকে ৭৬ শতাংশে। এসব নীতির নবায়নে খরচ সর্বোচ্চ ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।

 

 

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।