নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়। তাকে নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন- ২০১০ এর ধারা ৫ ( উপধারা -২ ) অনুযায়ী তার নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে ; সে সময়ের জন্য আইডিআরএ’র সদস্য পদে নিয়োগ করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও চাকরির অন্যান্য শর্তাবলি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। গত বছরের ৫ জানুয়ারি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আপেল মাহমুদ। এর আগে তিনি প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের বীমা খাতের বিভিন্ন কোম্পানিতে তার প্রায় তিন দশকের কর্ম অভিজ্ঞতা রয়েছে। তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (ইউকে) থেকে ২০০৪ সালে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি, মালয়েশিয়া ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হতে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy