নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 114 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সাথে মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইডিআরএ’র কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে বীমা মালিকদের সংগঠন বিআইএ। একইসঙ্গে আইডিআরএ’কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিআইএ’র নেতৃবৃন্দ একটি বীমা কোম্পানির কর্মকর্তাদের চলমান আন্দোলনের তীব্র নিন্দা জানান।
তারা বলেন, আইডিআরএ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে একটি বীমা কোম্পানির কর্মকর্তারা যেসব দাবি নিয়ে আন্দোলন করছে তা অযৌক্তিক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীসহ সংস্থাটির সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন এনডিসি, সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম ও সদস্য (লাইফ) কামরুল হাসান উপস্থিত ছিলেন।
অপরদিকে বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) নাসির উদ্দিন আহমেদ পাভেল, ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য বিএম ইউসুফ আলী, জালালুল আজিম, ফারজানা চৌধুরী ও কাজিম উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) নাসির উদ্দিন আহমেদ পাভেল বলেন, আইডিআরএ এবং বিআইএ আগামী দিনগুলোতে বীমা খাতে যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে এবং ভবিষ্যৎ উন্নয়নে একযোগে কাজ করবে।
তিনি বলেন, একটি বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ সকল বীমা কোম্পানির নাম দিয়ে আইডিআরএ কার্যালয় এবং এই অফিসের নিচে এসে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা আশা করব, আইডিআরএ যেহেতু একটি নিয়ন্ত্রক সংস্থা তাই এখানে কোন ধরণের বিশৃঙ্খলা না করে তারা তাদের দাবিগুলো লিখিত আকারে আইডিআরএ’র কাছে প্রেরণ করুক। আইডিআরএ বীমা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, অন্যান্য খাতে যে ধরণের বিশৃঙ্খলা চলছে তুলনামূলকভাবে সে ধরণের কোন বিশৃঙ্খলা বীমা খাতে নেই। বিআইএ’র সকল নেতৃবৃন্দ আইডিআরএ চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বীমা খাতে এমন কিছু হলে বিআইএ পাশে থাকবে। তিনি আরো বলেন, আইডিআরএ চেয়ারম্যান অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা তার সমন্ধে ইতিবাচক ধারণা পোষণ করি। বিআইএ’র পক্ষ থেকে সব সময়ই আমরা আইডিআরএ’র সাথে একযোগে কাজ করব এবং পাশে থাকব।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy