বিবিএনিউজ.নেট | ০৪ নভেম্বর ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়াররম্যান ড. এম. মোশাররফ হোসেনের সঙ্গে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন লোকাল অফিসের শাখাপ্রধান মো. আনোয়ারুল হোসেন, বনানী শাখাপ্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন ও মতিঝিল শাখাপ্রধান মো. কামাল হোসেন প্রমুখ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর নাজিম উদ্দিন সাক্ষাৎ অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে ভবিষ্যতে বীমা জগতের নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে, ইমেজ বৃদ্ধি পাবে এবং এই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখতে সক্ষম হবে। তিনি চেয়ারম্যান সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে ড. এম. মোশাররফ হোসেন এফসিএ ২৭ সেপ্টেম্বর যোগদান করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ সময়: ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |