বিবিএ নিউজ.নেট | ০৪ এপ্রিল ২০২১ | ৬:২১ অপরাহ্ণ
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান মো. আবদুল করিম। এছাড়া ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটাল লিমিটেড, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড এবং বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত অন্যান্য পরিচালকরাও এতে অংশ নেন।
অন্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, কোম্পানি সচিব সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ৬:২১ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy