• আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলে নতুন কমিটি

    বিবিএনিউজ.নেট | ০৪ এপ্রিল ২০১৯ | ৩:২৫ অপরাহ্ণ

    আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলে নতুন কমিটি
    apps

    ২০১৯ সালের জন্য আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবদুস ছাত্তার সরকার এফসিএমএ ও ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ।

    সোমবার রাজধানীতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নিজস্ব ভবনে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. বখতিয়ার আলম এফসিএমএ ও কোষাধ্যক্ষ হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ।

    Progoti-Insurance-AAA.jpg

    আইসিএমএবি কর্তৃপক্ষ জানিয়েছে, মো. আবদুস ছাত্তার সরকার বর্তমানে মাহফিল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। মো. বখতিয়ার আলম পারফিটি ভ্যান মিল বাংলাদেশ (প্রা.) লিমিটেডে অ্যাসোসিয়েট হেড অব করপোরেট ফিন্যান্স পদে কর্মরত।

    ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন বর্তমানে সাউথইস্ট বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক হিসেবে কর্মরত আছেন। মুহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ ফিন্যান্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও সিইও পদে কর্মরত।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি