নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২০ | প্রিন্ট | 392 বার পঠিত
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে পদোন্নতি দিয়ে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়া হয়েছে।
আহমেদুর রহমানকে পদোন্নতি দিয়ে গত ৯ মে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত আইসিবির মহাব্যবস্থাপককে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শূন্য পদ প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হলো।
এতদিন আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান আইসিবির প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক পদে দায়িত্বরত ছিলেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan