বিবিএনিউজ.নেট | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 476 বার পঠিত
ইন্টারন্যাশনার চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ ও আইসিসি বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। আইসিসি বাংলাদেশ, ইউএনএসকাপ, টিএফপি এবং লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করবে। বিভিন্ন দেশের ৪ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট উসামা তাসির, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।
Posted ১২:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed