বিবিএনিউজ.নেট | ১৯ জুলাই ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ
করোনা দুর্যোগের মধ্যে আকস্মিক বন্যা যেন এক মহাবিপদ মানিকগঞ্জের বানভাসি মানুষের জন্য। হঠাৎ করেই পদ্মা-যমুনা ফুঁসে ওঠায় বন্যা কবলিত হয়ে পড়েছে জেলার ৪টি উপজেলা। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি অপরিবর্তিত থাকলেও বেড়েছে পদ্মার পানি। ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সবচেয়ে কষ্টে আছে চরাঞ্চলের মানুষ। বাড়িঘরে পানি থাকায় পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তার ইউনিয়নের ৯০ ভাগ বাড়ি ঘরেই এখন পানি। বন্যার শুরুতেই নদী ভাঙনেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ। করোনার এই সময় বন্যা ও নদীভাঙনে বিপর্যস্ত তারা। ইউনিয়ন পরিষদের পাশে উঁচু জায়গায় অনেকেই স্থান নিয়েছেন। কিন্তু সেখানেও জায়গা সংকুলান হচ্ছে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ১৩০ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৩০০ প্যাকেট শুকনা খাবার সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ২০ মেট্রিক টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকা, ৭০০ প্যাকেট শুকনা খাবার, শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য ২ লাখ টাকা মজুদ রয়েছে।
বাংলাদেশ সময়: ২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed