• আগ্রহ হারানোর শীর্ষে এসএস স্টিল

    | ১৭ মে ২০১৯ | ৭:১৯ অপরাহ্ণ

    আগ্রহ হারানোর শীর্ষে এসএস স্টিল
    apps

     

    গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে শেয়ারের দামে বড় ধরনের পতন হয়।

    এদিকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে শেয়ার লেনদেন হয় ২০ কোটি ৫ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয় ৪ কোটি ১ লাখ টাকা।

    Progoti-Insurance-AAA.jpg

    অপরদিকে শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ১৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমে ৩ টাকা ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম দাঁড়িয়েছে ৩০ টাকা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩৩ টাকা ৪০ পয়সা।


    ডিএসইর তথ্য অনুযায়ী, এ কোম্পানির মোট শেয়ারের ৩২ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি ৩৯ দশমিক ৩৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার আছে।

    এসএস স্টিলের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম কমেছে ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। এর পরেই রয়েছে দুলামিয়া কটন। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৩২ শতাংশ।

    এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা এস্কয়ার নিট কম্পোজিটের ৯ দশমিক ২০ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের ৮ দশমিক ৯৩ শতাংশ, নাভানা সিএনজির ৮ দশমিক ২১ শতাংশ, আমান কটন ফাইব্রাসের ৮ দশমিক শূন্য ১ শতাংশ, যমুনা ব্যাংকের ৭ দশমিক ৮১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৭ দশমিক ৫৫ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৪৩ শতাংশ দাম কমেছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি