নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ | প্রিন্ট | 190 বার পঠিত
পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা আজ বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির ৭ হাজার ৪৬৮ গ্রাহকের বীমা দাবির ২৪ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ১৮৯ টাকার চেক হস্তান্তর করা হবে। কোম্পানি বরাবরই বীমা দাবি পরিশোধে নজরকারা সাফল্য অর্জন করে চলেছে। জীবন বীমা প্রতিষ্ঠানের অন্যতম কাজ হচ্ছে বীমা দাবি পরিশোধ করা। দাবি পরিশোধের উপর ভিত্তি করেই একটি প্রতিষ্ঠান বাজারে শক্ত অবস্থান ধরে রাখে। যে কোম্পানির আর্থিক সামর্থ্য যত ভালো সেই কোম্পানির দাবি পরিশোধের সক্ষমতাও তত বেশি। দাবি পরিশোধের হার ভালো হলে গ্রাহকের সুদৃষ্টি থাকে ওই সকল কোম্পানির ওপর।
তথ্য বিশ্লেষণে জানা যায়, জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষ পাঁচ জীবন বীমা কোম্পানির মধ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বীমা খাতের গুরুত্বপূর্ণ সব সূচকের পাশাপাশি গ্রাহকের দাবি পরিশোধেও সাফল্য অর্জন করে চলছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিশেষ অতিথি থাকবেন আব্দুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, আইডিআরএ’র সদস্য (লাইফ) কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিগত দুই বছরের করোনা মহামারি এবং বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মাঝেও প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক সাফল্য অব্যাহত রেখেছে। গ্রাহকদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দাবি পরিশোধে সবসময় সক্রিয়। ২০২১ সালে উত্থাপিত দাবির পরিমাণ ছিলো ২ লাখ ৯ হাজার ৫৯৬টি। এর মধ্যে নিস্পত্তিকৃত দাবির পরিমাণ ২ লাখ ৯ হাজার ৫৮৯টি। অনিস্পত্তিকৃত দাবি ৭টি। নিষ্পত্তিকৃত দাবির টাকার পরিমাণ চারশো ৪৪ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকা। এছাড়া কোম্পানি ৩০ জুন ২০২২ পর্যন্ত পরিশোধিত দাবির পরিমাণ ৫ হাজার ২৩৯ কোটি ৬ লাখ ৫২ হাজার টাকা। পরিশোধিত বীমা দাবির সংখ্যা ছিলো ৩৮ লাখ ৫২ হাজার ৯০৩টি।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | rina sristy