| বুধবার, ২২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 137 বার পঠিত
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে বীমা কোম্পানিগুলোর অনুদান দেয়ার বিষয়ে সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ২টায় কর্তৃপক্ষের কার্যালয়ের সভাকক্ষ-১ এ সভা অনুষ্ঠিত হবে। সভায় আইডিআরএ’র প্রতিনিধিবৃন্দসহ বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যসোসিয়েশন ও মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ৩জন করে প্রতিনিধি এবং সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইনের মাধ্যমে গঠিত একটি সংস্থা। দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে পিতা-মাতা ও অভিভাবকের আর্থিক অস্বচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনুযায়ী ২০১২ সালে এই ট্রাস্ট গঠন করা হয়। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে শিক্ষা সহায়তা কার্যক্রম একটি অন্যতম প্রধান উদ্যোগ। ট্রাস্টের তহবিলে সরকারের এককালীন অনুদানের পাশাপাশি বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের (ব্যাংক, বীমা ইত্যাদি) আর্থিক সহায়তা এবং সমাজের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের নিকট থেকে প্রাপ্ত অনুদান গ্রহণের সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলেঅ নির্দিষ্ট পরিমাণ অংশ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে প্রদানের মাধ্যমে এর আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিল বৃদ্ধির লক্ষ্যে তফিসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বরাদ্দকৃত অর্থের ৫ শতাংশ হারে এই তহবিলে অনুদান দেয়ার নির্দেশনা প্রদান করে। প্রতি বছর পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/ অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত সিএসআর বাজেট থেকে ৫% অর্থ সংশ্লিষ্ট বছরের ৩০ মে’র মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ব্যাংক হিসাবে জমা রাখতে বলা হয়েছে।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | rina sristy