বিবিএ নিউজ.নেট | ৩০ আগস্ট ২০২১ | ১১:৫৭ পূর্বাহ্ণ
জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সোমবার ব্যাংক, বীমা ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে আবারও স্বাভাবিক লেনদেন হবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান বলেন, জন্মাষ্টমী হওয়ায় আজ সরকারি ছুটি। সে কারণে ব্যাংক বন্ধ। আর ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারে লেনদেন চালানোর সুযোগ নেই।
তিনি বলেন, শুধু জন্মাষ্টমী না, যে কোনো সরকারি ছুটির দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। আজ বন্ধ থাকার পর আগামীকাল আবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে।
বাংলাদেশ সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy