বিবিএ নিউজ.নেট | ১০ নভেম্বর ২০২১ | ৬:৫৩ অপরাহ্ণ
সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থান এ তিনটি সুনির্দিষ্ট অন্তদর্শন নিয়ে বেসরকারী খাতের প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা সেবার পাশাপাশি নানাবিধ জনকল্যাণমুলক কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় কোম্পানিটি সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের অসহায় ও অবহেলিত জনগণের চিকিৎসা সেবায় সহযোগিতায় বেসরকারী সংস্থা ‘উত্তরণ’ কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে। বুধবার (১০ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি উত্তরণের কো-অর্ডিনেটর ফাতেমা হালিমার নিকট আ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর একচ্যুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এআইএ, এফসিএ, এ্যাকচুয়ারি, কোম্পানির পরিচালক দাস দেব প্রসাসসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy