বিবিএনিউজ.নেট | শুক্রবার, ২৮ জুন ২০১৯ | প্রিন্ট | 754 বার পঠিত
রাষ্ট্রায়াত্ত দুই প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
দুটি আদেশেই বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়মিত কোনো কর্মকর্তাকে পদায়ন না করা পর্যন্ত নিয়োগপ্রাপ্ত দুই মহাব্যবস্থাপককে আগামী ৫ জুলাই থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব অর্পণ করা হলো।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed