• আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর ২০২১ | ১১:৫০ পূর্বাহ্ণ

    আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ারের-অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কোম্পানির শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির ইনসাইডার ট্রেডিং বা সুবিধাভুগী লেনদেনে জড়িত থাকার অভিযোগ পেয়েছে সংস্থাটি। এই অভিযোগ ও শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। সোমবার (১১ অক্টোবর) বিএসইসি এই কমিটি গঠন করে। দুই সদস্য বিশিষ্ট কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

    জানা যায়, তদন্ত কমিটি দুটি বিষয় খতিয়ে দেখবে। এক. কোম্পানির শেয়ারের দামের সাম্প্রতিক উল্লম্ফনে কোনো কারসাজি আছে কি-না। দুই. কোম্পানির কোনো দায়িত্বশীল ব্যক্তি আইন বহির্ভূত সুবিধাভুগী লেনদেনে যুক্ত ছিলেন কি-না।

    Progoti-Insurance-AAA.jpg

    কমিটির রিপোর্ট পাওয়ার পর তা পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি