বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৭ মে ২০১৯ | প্রিন্ট | 550 বার পঠিত
আনোয়ার হোসেন চৌধুরী ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আইএফআইএলের চেয়ারম্যানের পদ অলংকৃত করার পূর্বে আনোয়ার হোসেন চৌধুরী নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।
তিনি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এ জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান। আনোয়ার হোসেন চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান।
তিনি বিজিএমইএর একজন সদস্য এবং বিজিএমইএতে দীর্ঘদিন ধরে একজন সফল আরবিট্রেটর হিসেবে তাঁর অবদান রেখে আসছেন।
সমাজের উন্নয়নের লক্ষ্যে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আনোয়ার হোসেন চৌধুরী বিভিন্ন সামাজিক ক্লাব যেমন বনানী ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বারিধারা কসমোলিটান ক্লাব, ক্যাপিটাল ক্লাব, পূর্বাচল ক্লাব ও গুলশান জগারস সোসাইটির সদস্য।
Posted ২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed