বিবিএনিউজ.নেট | ২৫ অক্টোবর ২০১৯ | ১০:৩৫ পূর্বাহ্ণ
যেকোনো ব্যাংকের চেক যেকোনো ব্যাংকে জমা দেয়ার দিনই এখন থেকে টাকা পাবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশঘর আরও আধুনিক করার ফলে তা সম্ভব হচ্ছে। এতোদিন যে দিন চেক জমা দেয়া হতো তার পরের দিন টাকা স্থানান্তর হতো।
বৃহস্পতিবার নতুন এই ব্যবস্থাপনায় লেনদেন হয়েছে। এতে আট হাজার ৮০ কোটি টাকা স্থানান্তর হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেক ও ইলেকট্রনিক পদ্ধতিতে দেশের আন্তঃব্যাংক লেনদেন গতিশীল, ঝুঁকিমুক্ত ও এর পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম সফলতার সাথে শুরু হয়েছে।
নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুবার নিষ্পত্তি করা হবে। ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতাদি, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ড ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে।
বাংলাদেশ সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed