বিবিএ নিউজ.নেট | ১০ আগস্ট ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ
সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান নিশ্চিত ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এসময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে এ নির্দেশনা দেয়া হয়।
সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনা অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এই তিন প্ল্যাটফর্মের সেবা স্বাভাবিকভাবে চলবে। এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়ে থাকে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার (১১ আগস্ট) পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। এ সময়ে যেকোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে, যা বিকেল ৫টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার-ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস’র লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস’র মাধ্যমে বিকেল ৫টা পর্যন্ত পরিশোধ করা যাবে।
বাংলাদেশ সময়: ৪:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy