
| বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আধুনিকায়ন, প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ গ্লোবাল কাস্টডিয়ান ব্যাংক দ্য ব্যাংক অব নিউইয়র্ক মেলন (BNYM) এবং বাংলাদেশের আন্তর্জাতিক কাস্টডিয়ান ব্যাংক এইচএসবিসি–এর প্রতিনিধিদের সঙ্গে।
বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফরজানা লালারুখ, BNYM-এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল কাস্টডিয়ান ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. নাজমুল হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, কর কাঠামো, আইনি ও নীতিমালার সংস্কার এবং প্রযুক্তিগত রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়:
অটোমেশন
টি-প্লাস ওয়ান সেটেলমেন্ট প্রক্রিয়া
প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোর ওপর।
এছাড়াও বৈঠকে আন্তর্জাতিক মানসম্পন্ন কাস্টডি সুবিধা সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব নীতিমালার উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিএসইসির চেয়ারম্যান বলেন, “দেশের শেয়ারবাজারকে একটি আধুনিক, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। এই ধরনের বৈশ্বিক সহযোগিতা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বাজারে আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিকল্প শিরোনামসমূহ:
বিদেশি বিনিয়োগ সম্প্রসারণে বিএসইসির বৈঠক আন্তর্জাতিক কাস্টডিয়ানদের সঙ্গে
আধুনিক ও টেকসই শেয়ারবাজারে আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিএসইসি
টেকসই শেয়ারবাজারের লক্ষ্যে বিএসইসি ও গ্লোবাল কাস্টডিয়ান ব্যাংকের আলোচনায় গতি
প্রয়োজনে সংক্ষিপ্ত সংস্করণ, হাইলাইট, অথবা গ্রাফিক উপযোগী সারাংশও তৈরি করে দিতে পারি। জানাতে পারেন।
Posted ৬:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan