৪র্থ রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • এসএস স্টিলের আর্থিক প্রতিবেদন

    আন্তর্জাতিক হিসাব মান ও বিএসইসির নির্দেশনা ভঙ্গ

    নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ ২০২১ | ১১:০৭ পূর্বাহ্ণ

    আন্তর্জাতিক হিসাব মান ও বিএসইসির নির্দেশনা ভঙ্গ
    apps

    শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০) আর্থিক প্রতিবেদনে আর্থিক প্রতিবেদনে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা ভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

    সম্প্রতি ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ মাজহারুল হক সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। যার অনুলিপি বিএসইসির করপোরেট ফাইন্যান্স বিভাগের নির্বাহি পরিচালকের কাছে দেওয়া হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসই চিঠিতে জানিয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ আয়কর গণনার প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আর্থিক হিসাবে প্রদান করেনি। এর মাধ্যমে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) -১২ এর ৪৬ ও ৮১(সি) লঙ্ঘন করেছে।

    এছাড়া আর্থিক হিসাবে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রকাশ করেছে। যা বিভ্রান্তিকর তথ্য। অথচ আইএএস-৩৩ এর ৬৬ অনুযায়ি কোম্পানির শুধুমাত্র বেসিক ইপিএস এবং ডাইলুটেড ইপিএস দেখানো উচিত। যেখানে সমন্বিত ইপিএস বলে কিছু দেখানোর সুযোগ নেই। যদি সমন্বয় করার মতো কোন ইপিএস থাকে, সেটাও সমন্বয় পরবর্তী বেসিক ইপিএস হবে।
    চিঠিতে বলা হয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ শুধুমাত্র ডিরেক্ট মেথডে নগদ প্রবাহ স্টেটমেন্ট তৈরী করেছে। এর মাধ্যমে বিএসইসির নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৮/এডমিন/৮১ এর ৪(৪) লঙ্ঘন করেছে।


    কোম্পানিটির আগের বছরের একইসময়ের তুলনায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ২১.৫৪ শতাংশ। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পার্থক্য সত্ত্বেও কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোন বিস্তারিত তথ্য বা কারন উল্লেখ করেনি। যা বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/২০৮/এডমিন/৮১ লঙ্ঘন। একইভাবে নিট অপারেটিং ক্যাশ ফ্লো হিসাবেও তাৎপর্যপূর্ণ পার্থক্য হওয়া সত্ত্বেও কারন উল্লেখ করেনি। এর মাধ্যমে নোটিফিকেশনটি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

    কোম্পানিটি আয়ের হিসাবের ক্ষেত্রে আইএএস-১৮ প্রয়োগ করেছে বলে উল্লেখ করেছে। কিন্তু এটি আরও আগেই বিলুপ্ত করা হয়েছে। আইসিএবি এক নির্দেশনায় ২০১৭ সালের ১৪ ডিসেম্বর আইএএস-১৮ এর পরিবর্তে আয়ের হিসাবে আইএফআরএস-১৫ ব্যবহারের কথা বলেছে। যা ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর।

    এই কোম্পানি কর্তৃপক্ষ রিলেটেড পার্টির সঙ্গে লেনদেনের বিষয়ে আর্থিক হিসাবে বিস্তারিত তথ্য সরবরাহ করেনি। এর মাধ্যমে আইএএস-২৪ এর ১৮ লঙ্ঘন করেছে।

     

    উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসএস স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৪.৫২ শতাংশ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি