• আন্দ্রে পিরলো নতুন ভুমিকায়

    বিবিএনিউজ.নেট | ১০ জুলাই ২০২০ | ৯:৪১ পূর্বাহ্ণ

    আন্দ্রে পিরলো নতুন ভুমিকায়
    apps

    ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে বলতে গেলে একক পারফরম্যান্সে ইতালিকে তুলেছিলেন ফাইনালে। যদিও স্পেনের কাছে হেরে আর শিরোপা জেতা হয়নি তাদের। জুভেন্টাসের হয়ে কাটিয়েছেন পুরো ক্যারিয়ার। ইতালিয়ান ফুটবলে তাকে ভাবা হয় অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে।

    সেই পিরলো ফুটবল ছেড়েছেন বেশ কিছুদিন হয়েছে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। জুভেন্টাসের অনুর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আগামী মৌসুমেই ডাগআউটে দেখা যাবে তাকে।

    Progoti-Insurance-AAA.jpg

    আন্দ্রে পিরলো যে দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন, সেটি এখন খেলছে ইতালিয়ান সিরি-সি তে। দলটির এতদিনের কোচ ছিলেন জুভেন্টাসের আরেক সাবেক ফুটবলার ফ্যাবিও পায়েচ্চিয়া।

    স্কাই স্পোর্ট ইতালিয়া থেকে জানা যাচ্ছে, আন্দ্রে পিরলো আগামী মৌসুমে জুভেন্টাসের অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। সঙ্গে থাকছেন রবার্তো বারোনিও। যিনি ন্যাপোলির ইয়থ টিমের কোচ ছিলেন।


    ২০১৭ সালেই জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলো অবসরে যান। এসি মিলান, ব্রাসসিয়া এবং নিউ ইয়র্ক সিটিতে খেলেছিলেন তিনি।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ছোটপর্দায় আজকের খেলা

    ০৪ জানুয়ারি ২০১৯

    ছিটকে পড়লেন হার্দিক পান্ডিয়া

    ২১ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি