নিজস্ব প্রতিবেদক | ২৩ আগস্ট ২০২০ | ২:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে অবস্থিত জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডের সাথে রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিলকো ফার্মা আগামী ৫ বছরের জন্য ১৩টি ভিন্ন ধরনের ওষুধ আফগানিস্তানে রপ্তানি করবে। চলতি আগস্ট মাস থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু করবে কোম্পানিটি।
কোম্পানিটি প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলারের ওষুধ রপ্তানি করবে। প্রথম রপ্তানি মূল্য ২৬ হাজার ৭৮০ হাজার ইউএস ডলার ১৩টি ভিন্ন ওষুধের বিপরীতে।
আফগানিস্তানে ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় ৩০ শতাংশ মুনাফা হবে।
বাংলাদেশ সময়: ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan