| সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
গতকালের মত আজও ১৫ জুলাই দরপতন অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্ত এরপর একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৪.৯৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৪.২৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.২৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৫ লাখ ৯ হাজার ৪৭০ টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ৩৮৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৪৮২.৭৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২০২.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৭.১১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৭০ টির, কমেছিল ২৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৮ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৪৩৯ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৭৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬২২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৯.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৩২.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা।
Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan