| বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
দর সংশোধন ও প্রফিট টেকিংয়ের পর আবারও উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫২ পয়েন্টে। সূচকটি আগেরদিন কমেছিল ৬৪ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি বা ২৯.২২ শতাংশের। আর দর কমেছে ২৩৯টি বা ৬০.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টি বা ১০.৫৮ শতাংশের।
এদিন ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৯৮ লাখ টাকার বা ২৩ শতাংশ।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭১৪২পয়েন্টে।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan