• আবারও বন্ধের সময় বাড়লো উভয় পুঁজিবাজারে

    | ০৬ এপ্রিল ২০২০ | ১০:৪৩ পূর্বাহ্ণ

    আবারও বন্ধের সময় বাড়লো উভয় পুঁজিবাজারে
    apps

    সরকারী নির্দেশনায় সাধারণ ছুটির সাথে সমন্বয় করে তৃতীয় দফায় আরো ৩দিন বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ ঘোষণা করেছে দেশের দুই পুঁজিবাজার। পাশাপাশি অফিসিয়াল সব কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

    রোববার সন্ধ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সরকারি ছুটির সঙ্গে যুক্ত হয়ে আরো ৩দিন ছুটি বেড়েছে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে সাধারণ ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারে ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

    Progoti-Insurance-AAA.jpg

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা অফিসের প্রধান গোলাম ফারুক। তিনি বলেন, ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল থেকে লেনদেন শুরু হবে। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টায় লেনদেন শেষ হবে।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি