
বিবিএনিউজ.নেট | বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 660 বার পঠিত
আরএকে সিরামিকস্ (বাংলাদেশ) লি.-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ এপ্রিল রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (পুষ্পগুচ্ছ) বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ও প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদন করে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দালাহ মাসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস. এ. কে. একরামুজ্জামান, পরিচালক প্রমোদ কুমার চাঁদ, স্বতস্ত্র পরিচালক ওয়াসিম মওকাহাল, চিফ এক্সিকিউটিভ অফিসার ইমতিয়াজ হুসাইন, চিফ ফিনান্সিয়াল অফিসার কৌশিক দাস, কোম্পানীর আইন উপদেষ্টা ব্যারিস্টার মারগুব কবির এবং কোম্পানির অডিটরের প্রতিনিধি।
কোম্পানি সচিব মুহাম্মাদ শহীদুল ইসলাম এফসিএস, সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed