| ১০ জানুয়ারি ২০১৯ | ২:০৬ অপরাহ্ণ
অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদ সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আরএসআরএম স্টিলের বোর্ড সভা ১২ জানুয়ারি, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। উক্ত সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করার কথা ছিলো। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ, সময় এবং ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed