বিবিএনিউজ.নেট | ২৭ জুলাই ২০১৯ | ১২:০০ অপরাহ্ণ
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন মো. আরফান আলী।
১৯৯৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই ব্যাংক এশিয়ায় যোগ দেন মো. আরফান আলী। ব্যাংক এশিয়া কর্তৃক দেশে প্রথমবারের মতো দুটি বিদেশী ব্যাংক—ব্যাংক অব নোভা স্কশিয়া অব কানাডা এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর আরফান আলী ব্যাংকিং সেক্টরের ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেয়ার মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।
আরফান আলী সুইফটের বাংলাদেশে সদস্য ও ব্যবহারকারীদের সংগঠনের বর্তমান সভাপতি। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন (বিএএমডিএ) উপদেষ্টা।
বাংলাদেশ সময়: ১২:০০ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed