নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | প্রিন্ট | 462 বার পঠিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সদস্য (কর) হিসেবে বিসিএস (কর) ক্যাডারের আরিফা শাহানাকে নিয়োগ দিয়েছে সরকার।
১৮ মে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব এস. এম. আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (কর) ক্যাডারের আরিফা শাহানকে (জ্যেষ্ঠতার ক্রম- ৫৭, পরিচিতি নং- ২০০০৫৭) জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭৮ হাজার নির্ধারিত বেতনস্কেলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, এনবিআরের সদস্যপদ সাধারণত সরকারের অতিরিক্ত সচিব থেকে সচিব পদমর্যাদার হয়ে থাকে।
Posted ৫:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan