নিজস্ব প্রতিবেদক | ১৬ জুন ২০২১ | ২:৩৮ অপরাহ্ণ
মার্চ মাসের তুলনায় এপ্রিলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে আর্থিক খাতের কোম্পানিগুলোতে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে গত ১৭ টি আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এবং কমেছে ৫টি প্রতিষ্ঠানে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির তালিকায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন, আইডিএলসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, আইপিডিসি ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, লংকাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্সিং, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, ইউনিয়ন ক্যাপিটাল এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। যেসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে সেগুলো হলো- বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
এপ্রিলে কোম্পানির উদ্যোক্তা পরিচালক, সরকারি ও বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ১৮ টি প্রতিষ্ঠানের। এর মধ্যে মার্চ-২১ থেকে এপ্রিল-২১ পর্যন্ত উদ্যোক্তা পরিচালকের শেয়ার দশমিক ১শতাংশ বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্সের। কমেছে ইসলামিক ফাইন্যান্সের দশমিক ৭শতাংশ। লংকাবাংলা ফাইন্যন্সে দশমিক ৫ শতাংশ বেড়েছে বিদেশি বিনিয়োগে এবং আইডিএলসি ফাইন্যান্স দশমিক ২৬ শতাংশ কমেছে।
অপরদিকে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের লেনদেন স্থগিত রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস : মার্চে কোম্পানির উদ্যোক্তা পরিচালক বিনিয়োগ ছিল ৩০ দশমিক ৮৭ শতাংশ। এপ্রিলে দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৮ শতাংশ। কোন সরকারি ও বিদেশি বিনিয়োগ নেই। মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এপ্রিলে ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশে। মার্চে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪ দশমিক ৭৭ শতাংশ, এপ্রিলে এসে ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭১ শতাংশ।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪১ দশমিক ৬১ শতাংশ। এপ্রিলে দশমিক ২ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৪১ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১৭ দশমিক ৮৪ শতাংশ এপ্রিলে দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ।
ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১ দশমিক ৮৫ শতাংশ। এপ্রিলে দশমিক ৫৭ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১২ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৬ দশমিক ২২ শতাংশ এপ্রিলে দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ।
ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১ দশমিক ১৭ শতাংশ। এপ্রিলে দশমিক ৯৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে ১২ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৭৫ দশমিক ৬৩ শতাংশ এপ্রিলে দশমিক ৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৬৬ শতাংশ।
জিএসপি ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯ দশমিক ৬৩ শতাংশ। এপ্রিলে ১২ দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩১ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৪ দশমিক ৮৬ শতাংশ এপ্রিলে এসে ১২ দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশ।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১ দশমিক ৬৭ শতাংশ। এপ্রিলে দশমিক ৭ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১ দশমিক ৫২ শতাংশ এপ্রিলে এসে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।
আইডিএলসি ফাইন্যান্স : মার্চে বিদেশি বিনিয়োগ ছিলো ১২ দশমিক ১১ শতাংশ। এপ্রিলে দশমিক ২৬ শতাংশ কমে ১১ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২ দশমিক ১৫ শতাংশ। এপ্রিলে দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২২ দশমিক ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৯ দশমিক ০৮ শতাংশ এপ্রিলে দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ।
ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪ দশমিক ৮৮ শতাংশ। এপ্রিলে দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৫ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৩৩ দশমিক ৪৩ শতাংশ এপ্রিলে দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৬ শতাংশ।
আইপিডিসি ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬ দশমিক ৮৩ শতাংশ। এপ্রিলে দশমিক ৪৬ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৭ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১০ দশমিক ৯৮ শতাংশ এপ্রিলে এসে দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫২ শতাংশ।
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস : মার্চে কোম্পানির উদ্যোক্তা পরিচালক বিনিয়োগ ছিল ৩২ দশমিক ৫৭ শতাংশ। এপ্রিলে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫০ শতাংশ। কোন সরকারি ও বিদেশী বিনিয়োগ নেই। মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৬ দশমিক ২৪ শতাংশ। এপ্রিলে ৪ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৯ শতাংশে। মার্চে সাধারণ বিনিয়োগ ছিল ৩১ দশমিক ১৯ শতাংশ এপ্রিলে এসে ৪ দশমিক ৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ।
লংকাবাংলা ফাইন্যান্স : মার্চে বিদেশি বিনিয়োগ ছিল দশমিক ৮৩ শতাংশ। এপ্রিলে দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় দশমিক ৮৮শতাংশ। মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮ দশমিক ৮১ শতাংশ। এপ্রিলে দশমিক ৫৭ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৬ দশমিক ৮০ শতাংশ এপ্রিলে দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ১৮ শতাংশ।
মাইডাস ফাইন্যান্সিং : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০ দশমিক ৩৪ শতাংশ। এপ্রিলে দশমিক ৭ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩০ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ২৭ দশমিক ৩৩ শতাংশ এপ্রিলে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৬ শতাংশ।
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২ দশমিক ৮০ শতাংশ। এপ্রিলে দশমিক ৫০ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৩ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৪ দশমিক ৬০ শতাংশ এপ্রিলে এসে দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১০ শতাংশ।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪ দশমিক ৪৬ শতাংশ। এপ্রিলে ১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৬ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৫ দশমিক ৫৪ শতাংশ এপ্রিলে ১ দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯০ শতাংশ।
প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬ দশমিক ৯০ শতাংশ। এপ্রিলে দশমিক ৫ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৬ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৩৩ দশমিক ৯৫ শতাংশ এপ্রিলে দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯০ শতাংশ।
ইউনিয়ন ক্যাপিটাল : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮ দশমিক ০৩ শতাংশ। এপ্রিলে ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৯ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৪৬ দশমিক ৭৭ শতাংশ এপ্রিলে ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪৯ শতাংশ।
ইউনাইটেড ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯ দশমিক ৪৩ শতাংশ। এপ্রিলে দশমিক ২১ শতাংশ বেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৯ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ২৮ দশমিক ৭৪ শতাংশ এপ্রিলে এসে দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৩ শতাংশ।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে যে প্রতিষ্ঠানগুলোর সেগুলো হলো-
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৪ দশমিক ৯৮ শতাংশ। এপ্রিলে দশমিক ২ শতাংশ কমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩৪ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৩৪ দশমিক ৮১ শতাংশ এপ্রিলে দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৮৩ শতাংশ।
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩ দশমিক ৩২ শতাংশ। এপ্রিলে দশমিক ১৩ শতাংশ কমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। বিদেশি বিনিয়োগ মার্চে ছিল ২১ দশমিক ৮৯ শতাংশ এপ্রিলে দশমিক ১৯ বেড়ে বিনিয়োগ দাঁড়ায় ২২ দশমিক ০৮ শতাংশে। সাধারণ বিনিয়োগ ছিল ১৩ দশমিক ৪৭ শতাংশ এপ্রিলে দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
ফার্স্ট ফাইন্যান্স : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩ দশমিক ৪২ শতাংশ। এপ্রিলে ১ দশমিক ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে ২২ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ৩৫ দশমিক ২৭ শতাংশ এপ্রিলে এসে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট: মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯ দশমিক ৯০ শতাংশ। এপ্রিলে দশমিক ৩ শতাংশ কমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৯ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১৯ দশমিক ৯৭ শতাংশ এপ্রিলে দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ শতাংশ।
উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস : মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৫ দশমিক ০১ শতাংশ। এপ্রিলে দশমিক ০৮ শতাংশ কমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩৪ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগ ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ এপ্রিলে দশমিক ০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ।
বাংলাদেশ সময়: ২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy