• আর্থিক হিসাবে আইএএস পরিপালন করেনি প্রাইম ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল ২০২১ | ১১:২২ পূর্বাহ্ণ

    আর্থিক হিসাবে আইএএস পরিপালন করেনি প্রাইম ব্যাংক
    apps

    শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের আর্থিক হিসাবে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) পরিপালন করা হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এমনটি জানিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ২০০৮ ও ২০১৩ সালে জমি ও ভবন পূণ:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করেছে। কিন্তু এক্ষেত্রে আইএএস-১৬ এর ৩১ ও ৩৪ ধারা পরিপালন করা হয়নি।
    উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রাইম ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.৯৮ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০৬ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১৫.৮০ টাকায়।

    Progoti-Insurance-AAA.jpg

    ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২ হাজার ৫০০ কোটি টাকা এবং এক হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০২ কোটি ৮৫ লাখ টাকা। এ কোম্পানির ১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি শেয়ারের মধ্যে ৩৯.০২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৩.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫৪ শতাংশ বিদেশি এবং ২৭.১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি