নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 75 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যয়ের সংশোধিত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির চীফ ফাইন্যান্স অফিসার (সিএফও) মোহাম্মদ হানিফ এ তথ্য জানান।
জানা যায়, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি এরই মধ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয় করেছে। এই ব্যয়ের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কোম্পানিটি। রাইট তহবিল ব্যয় পরিকল্পনার সংশোধনী প্রস্তাবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন কোম্পানির বিনিয়োগকারীরা।
এদিকে, চলতি ২০২২-২৩ হিসাব অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার প্রতি মুনাফ (ইপিএস) হয়েছে দশমিক ২৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল দশমিক ৩২ টাকা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৬৭ পয়সায়। সর্বশেষ ২০২১-২২ (জুলাই-জুন) সমাপ্ত অর্থবছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে দশমিক ৫৮ টাকা। আগের হিসাব বছরে যা ছিল দশমিক ৪৪ টাকা।
ডিএসইর সূত্র মতে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪শ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ ২০ টাকা। রিজার্ভ ৫১ কোটি ৬১ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি। কোম্পানিটি মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক ধারন করেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ৭২ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারী ৫১ দশমিক ৯৩ শতাংশ শেয়ার ধারন করেছে। ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল আলিফ ম্যানুফ্যাকচারিং।
Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan