বিবিএনিউজ.নেট | ১৩ মে ২০১৯ | ১১:০১ পূর্বাহ্ণ
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় ৬ পয়সা বেড়েছে। সেই সঙ্গে ব্যাংকটির সম্পদ মূল বেড়েছে। পাশাপাশি নগদ অর্থ সংকট থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা। অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা বছরের তুলনায় বেড়েছে ৬ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৯ সালের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২৫ পয়সা, যা ২০১৮ সালের মার্চ শেষে ছিল ২০ টাকা ২৮ পয়সা।
কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৪ টাকা ১৪ পয়সা।
বাংলাদেশ সময়: ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed