
নিজস্ব প্রতিবেদক : | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে ১৫ প্রস্তাব দিয়েছে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এর মধ্যে উল্লেখযোগ হলো- বিমা খাতের কর্পোরেট কর কমানো এবং বিমা পণ্যের উপরে কর প্রত্যাহারের প্রস্তাব।
সোমবার (১৭ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর এক চিঠিতে ১৫টি প্রস্তাবিত উপস্থাপন করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের কর হার ৩৭.৫ শতাংশ, যা ইন্স্যুরেন্স খাতের জন্য অযৌক্তিক। ব্যাংকের ব্যবসায়িক ক্ষেত্র ইন্স্যুরেন্সের চেয়ে ব্যাপক হলেও, তাদের কর হার সমান হওয়ায় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সমস্যা অনুভব করছে। তাই অন্যান্য সেবা খাতের মতো কর্পোরেট কর হার নির্ধারণের দাবি করা হয়েছে।
চিঠিতে কৃষি বিমা, গবাদিপশু বিমা এবং বিভিন্ন শস্য বিমার প্রিমিয়ামের উপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং কর্পোরেট কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বার্ষিক কৃষি বিমার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের জন্য এটি অপরিহার্য হয়ে উঠেছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সমস্যার মুখোমুখি হওয়ায়।
এছাড়া, অনলাইন ভিত্তিক বিমা পলিসির প্রিমিয়ামের উপরে করের প্রত্যাহার এবং উদ্ভাবনী ও নতুন সামাজিক বিমা পণ্যের উপর কর ব্যবস্থার হ্রাসের জন্য প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- নন-লাইফ বিমার ক্ষেত্রে মুসক চার্জ অব্যাহতি, কর্মকর্তাদের কমিশনের উপর উৎসে কর কর্তন থেকে অব্যাহতি এবং বৈদেশিক পুনঃবিমার উপর কর প্রত্যাহার।
Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan