নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 159 বার পঠিত
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (২৭ জুন) বীমা দাবির ৪৮ লাখ টাকা পরিশোধ করেছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রাহকদের নমিনীর হাতে বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান (এফএলএমআই)।
এ সময় সংশ্লিষ্ট গ্রাহক/কোম্পানির প্রতিনিধি ও আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট গ্রাহকের নমিনীগণ দ্রুততম সময়ের মধ্যে চেক গ্রহণ করে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আস্থা লাইফ জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ^াস ফেরাতে চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy