বিবিএনিউজ.নেট | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 449 বার পঠিত
সম্প্রতি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও সীমান্ত ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম এবং সীমান্ত ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস আরব ফজলুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed